চিত্রচোরে প্রকাশিত সম্পূর্ণ কমিক্স সংস্করণগুলির তালিকা
চিত্রচোরে কমবেশি সব কমিক্স তিন-পাঁচ কিস্তিতে সম্পূর্ণ হয়। বাংলায় অনুবাদ বেশ সময়সাপেক্ষ কাজ। নিজের কাজের ফাঁকে সেটা সম্পূর্ণ করতে মাঝেমধ্যে একটু বেশি সময় লেগে যায়, সেই জন্য কিস্তিতে বের করার এই সিদ্ধান্ত। এই পোস্টটা নতুন পাঠকদের উদ্দেশ্যে করা, যাতে তারা কমিক্সগুলির সম্পূর্ণ সংস্করণগুলো সহজেই খুঁজে নিতে পারেন। প্রতিটি ছবিতে ক্লিক করলে আপনারা আসল লিঙ্কে যেতে পারবেন।
বি. দ্র. : আপনাদের পরামর্শ ও শুভকামনা চিত্রচোর ব্লগটিকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল কারণ। সেই জন্য ভালো মন্দ কমেন্ট করে আমাদের উৎসাহ বৃদ্ধি করলে, বেশ ভালো লাগবে।
০০১। ব্যাটম্যান : খুনে কৌতুক
|
|
চিত্রচোরে প্রকাশকাল : ১৪ই এপ্রিল থেকে ১লা মে, ২০১৬
|
কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি :
নাম : ব্যাটম্যান : দ্য কিলিং জোক
লেখক : অ্যালান মুর
চিত্রশিল্পী : ব্রায়ান বোলান্ড
প্রকাশক : ডিসি কমিক্স
প্রকাশকাল : ১৯৮৮
টাইপ : ওয়ান-শট, গ্রাফিক নভেল
|
বি. দ্র. : ১৮ বছরের কম বয়স্ক পাঠকদের এটি পড়া অনুচিত।
|
০০২। অ্যাসটেরিক্স ও পিক্ট দল
|
|
চিত্রচোরে প্রকাশকাল : ১৭ই মে থেকে ৩১শে মে, ২০১৬
|
কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি :
নাম : অ্যাসটেরিক্স এন্ড দ্য পিক্টস্
লেখক : ইভ্যেস ফের্রী
চিত্রশিল্পী : দিদিয়ার কনর্যাড
প্রকাশক : অরিওন বুকস্
প্রকাশকাল : ২০১৩
টাইপ : কমিক অ্যালব্যাম
|
বি. দ্র. : সব বয়সের পাঠকদের পড়ার উপযোগী।
|
০০৩। পাপের শহর : কঠিন বিদায়
|
|
চিত্রচোরে প্রকাশকাল : ১৫ই জুলাই থেকে ১৮ই অগাস্ট, ২০১৬
|
কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি :
নাম : সিন সিটি : দ্য হার্ড গুডবাই
লেখক ও চিত্রশিল্পী : ফ্রাঙ্ক মিলার
প্রকাশক : ডার্ক হর্স কমিক্স
প্রকাশকাল : ১৯৯১ এপ্রিল (পঞ্চম বার্ষিক বিশেষ সংখ্যা), ১৯৯১ জুন - ১৯৯২ জুন পর্যন্ত
টাইপ : মাসিক, ২০০৫ এ কালেক্টেড এডিশান বের হয়।
|
বি. দ্র. : ১৮ বছরের কম বয়স্ক পাঠকদের এটি পড়া অনুচিত।
|
০০৪। অ্যাসটেরিক্স ও হারানো পাণ্ডুলিপি
|
|
চিত্রচোরে প্রকাশকাল : ৯ই সেপ্টেম্বর থেকে ২৫শে সেপ্টেম্বর, ২০১৬
|
কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি :
নাম : অ্যাসটেরিক্স এন্ড দ্য মিসিং স্ক্রোল
লেখক : ইভ্যেস ফের্রী
চিত্রশিল্পী : দিদিয়ার কনর্যাড
প্রকাশক : অরিওন বুকস্
প্রকাশকাল : ২০১৫
টাইপ : কমিক অ্যালব্যাম
|
বি. দ্র. : সব বয়সের পাঠকদের পড়ার উপযোগী।
|
০০৫। শেষ বেতাল
|
|
চিত্রচোরে প্রকাশকাল : ২৯শে সেপ্টেম্বর ২০১৬ থেকে ২০শে অক্টোবর ২০১৭
|
কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি :
নাম : দ্য লাস্ট ফ্যান্টম
লেখক : স্কট বেটি
প্রচ্ছদ শিল্পী : অ্যালেক্স রস ও অন্যান্য শিল্পীরা
চিত্রশিল্পী : এডুয়ার্ডো ফেরিগাটো ও জনি দ্যুযারদিন
প্রকাশক : ডায়নামাইট এন্টারটেনমেন্ট
প্রকাশকাল : ২০১০ থেকে ২০১২ | ১৩ টি সংখ্যায় সমাপ্য
টাইপ : কমিক্স সিরিজ
|
বি. দ্র. : বাচ্চাদের অভিভাবকের উপস্থিতিতেই পড়ানো উচিত।
|
০০৬। ইন্দ্রজালের প্রত্যাবর্তন #০১ : সোনালী রাজকুমারী
|
|
চিত্রচোরে প্রকাশকাল : ১৪ই এপ্রিল, ২০১৭
|
কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি :
নাম : দ্য গোল্ডেন প্রিন্সেস্
প্রকাশক : টাইমস্ অফ ইন্ডিয়া
প্রকাশকাল : ১৯৬৫ | ইংরেজি ভলিউম ০২ এর ০৮ নং সংখ্যা
টাইপ : কমিক্স সিরিজ
|
বি. দ্র. : সব বয়সের পাঠকদের পড়ার উপযোগী।
|
০০৭। পশ্চিম আকাশের নিচে
|
|
চিত্রচোরে প্রকাশকাল : ১০ই নভেম্বর থেকে ৩০শে মে, ২০১৭
|
কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি :
নাম : Sous le ciel de l'Ouest (আন্ডার এ ওয়েস্টার্ন স্কাই)
লেখক ও চিত্রশিল্পী : মরিস
প্রকাশক : Dupuis
প্রকাশকাল : ১৯৫২
টাইপ : কমিক অ্যালব্যাম
|
বি. দ্র. : সব বয়সের পাঠকদের পড়ার উপযোগী।
|
০০৮। ইন্দ্রজালের প্রত্যাবর্তন #০২ : নরখাদক গাছ
|
|
চিত্রচোরে প্রকাশকাল : ১০ই ডিসেম্বর, ২০১৭
|
কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি :
নাম : দ্য ম্যান-ইটিং প্ল্যান্ট
প্রকাশক : টাইমস্ অফ ইন্ডিয়া
প্রকাশকাল : ১৯৬৪ | ইংরেজি ভলিউম ০১ এর ০৭ নং সংখ্যা
টাইপ : কমিক্স সিরিজ
|
বি. দ্র. : সব বয়সের পাঠকদের পড়ার উপযোগী।
|
০০৯। লাল বসনা সুন্দরী এবং অন্যান্য গল্প
|
|
চিত্রচোরে প্রকাশকাল : ২৫শে ডিসেম্বর, ২০১৭
|
কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি :
নাম : সিন সিটি : দ্য বেব হু ওর রেড এন্ড আদার স্টোরিজ
লেখক ও চিত্রশিল্পী : ফ্রাঙ্ক মিলার
প্রকাশক : ডার্ক হর্স কমিক্স
প্রকাশকাল : নভেম্বর, ১৯৯৪
টাইপ : সিঙ্গেল ইস্যু
|
বি. দ্র. : ১৮ বছরের কম বয়স্ক পাঠকদের এটি পড়া অনুচিত।
|
০১০। জলদস্যুর শেষ বংশধর
|
|
চিত্রচোরে প্রকাশকাল : ১লা জানুয়ারি, ২০১৮
|
কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি :
নাম : দ্য লাস্ট পাইরেট
প্রকাশক : ডিজনি কমিক্স
প্রকাশকাল : ২০১২
টাইপ : সিঙ্গেল ইস্যু
|
বি. দ্র. : সব বয়সের পাঠকদের পড়ার উপযোগী।
|
০১১। গোপন সূত্রপাত
|
|
চিত্রচোরে প্রকাশকাল : ২৩শে জানুয়ারি, ২০১৮
|
কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি :
নাম : সিক্রেট অরিজিনস্
প্রকাশক : ডিসি কমিক্স
প্রকাশকাল : ১৯৯০
টাইপ : স্পেশাল ইস্যু
|
বি. দ্র. : সব বয়সের পাঠকদের পড়ার উপযোগী।
|
"হও যদি কমিক্সখোর
উত্তরমুছুনঠিকানা তবে চিত্রচোর"
আমি খুবই কমিক্সভক্ত ছেলে। তবে আমার ছোটবেলা কেটেছে বেশীর ভাগটাই ইন্ডিয়ান কমিক্স(মূলত বঙ্গ কমিক্স) পড়ে।একটু বড় বয়সেই টিনটিন, অ্যাস্টেরিক্স, লাকি লুক, আর্চি এদের সাথে আলাপ হয়েছে আর প্রথম আলাপেই এদের প্রেমে পড়েছি।তবে ফ্যান্টমের সাথে পরিচয় অনেক আগেই, সেই ইন্দ্রজাল কমিক্স থেকে।
এবার বলি এই ব্লগের কথা। স্বল্প কয়েকটি কমিক্স কালেকশন হলেও খুবই দারুণ এই ব্লগখানি। অন্য সব কমিক্সের ব্লগের থেকে অনেকটাই আলাদা এই ব্লগ নতুন কিছু করার চেষ্টা করে। এই ব্লগে এসেই অনেক পর আবার বেতালকে ফিরে পেলাম একদম নতুনভাবে। আমি তো ফ্যান্টমের নতুন ইস্যুগুলোর কথা জানতামই না। চিত্রচোরে এসেই তার খোঁজ পেলাম। তার জন্য চিত্রচোরকে অনেক অনেক ধন্যবাদ।
অ্যাস্টেরিক্স মূলত ইংলিশেই পড়েছি/পড়ি। আর বাংলায় যা পড়েছি তার পুরোটাই "আনন্দ"-এর অনুবাদ। আবার অনেকদিন পর এখানে এসেই অ্যাস্টেরিক্সও আবার বাংলায় ফিরে পেলাম। আর সত্যি কথা বলতে কি, যতই ইংলিশে পড়ি, বাংলায় পড়ার আনন্দ ও মজাটাই একদম আলাদা। তবে "হারানো পাণ্ডুলিপি"র অনুবাদ আমার মোটামুটি লেগেছে, হয়তো এত দিন নিরেন্দ্রনাথ বাবুর অনুবাদ পড়াটা এর কারণ হতে পারে। তবে "পিক্টদল" এর অনুবাদ খুবই ভালো লেগেছে।
এখন লাকি লুক পর্ব চলছে। এর অনুবাদগুলোও বেশ ভালো। ফ্রাঙ্ক মিলারের কমিক্সটিও বেশ ভালো লেগেছে। আর ব্যাটমান তো দারুণ। আর বেশী কিছু বলবো না। শুধু এইটুকুই বলার, আগামীদিনেও চিত্রচোর এই রকমই ভালো ভালো সব কাজ নিয়ে এগিয়ে চলুক আর আমাদের মতো কমিক্সখোর দের তৃপ্ত করুক। চিত্রচোরের জন্য আমার তরফ থেকে রইলো একরাশ ভালোবাসা!
অনেক অনেক ধন্যবাদ। সত্যি বলতে কি আপনার কথা অনুসারে সত্যিকারের কমিক্সখোরদের জন্যই এই ব্লগ। তাছাড়া আজকালকার দিনে সেইভাবে কমিক্স আর ক'জন পড়ে। অনেকদিন পরে একটা মনের মতো কমেন্ট পেলান। তাছাড়া আজকাল কমেন্টের যা আকাল। শুনে ভালো লাগছে যে আমাদের এই কার্যকলাপ আপনাদের মাঝে সমাদৃত হচ্ছে।প্রথম দিকের কমিক্স গুলো যেহেতু আমার প্রথম কাজ ছিল তাই সেইসব অনুবাদও বেশ নড়বড়ে ছিল,এখন আশাকরি আগের থেকে ভালো অনুবাদ হচ্ছে,আর আপনাদের মতো মানুষজন সাথে থাকলে ভবিষ্যতেও হবে। অনেক ধন্যবাদ। ভালো থাকুন,আনন্দে থাকুন।আরো বেশী করে কমিক্স পড়তে থাকুন।
উত্তরমুছুনProthom e bole rakhi osadharon hoye6e onubad...
উত্তরমুছুনEi duti chara baki asterix comics guli orthat
Saon dutta dar kora comics gulo kivabe pabo?
Sathe Thakun. Aste Aste Ekhanei Asbe... :)
মুছুনব্লগটা অনেক ভালো লাগল
উত্তরমুছুনAwesome blog,wish long live
উত্তরমুছুনদেখতে দেখতে অনেকগুলো কমিক্স অনুবাদ হয়ে গেল! এভাবেই চলতে থাকুক... চিত্রচোর জিন্দাবাদ!
উত্তরমুছুনখুব সুন্দর ব্লগ। কমিক্সখোরদের স্বর্গরাজ্য হবে। এতদিন চোখে পড়েনি কেন ভেবে আফসোস হচ্ছে।
উত্তরমুছুনmaratok dedication apnader, chaliye gele aro valo lagto.
উত্তরমুছুনপ্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে/মোরে আরো আরো আরো দাও প্রাণ।....আরো আলো আরো আলো/এই নয়নে, প্রভু, ঢালো।
উত্তরমুছুনআগুন আগুন
উত্তরমুছুনএ্যাস্টারিক্স ও লাকীলুকের অনেক কমিক্স আছে, সেগুলো অনুবাদ পাবো?
উত্তরমুছুনআপনারা কি হারিয়ে গেলেন!!?হারালেতো আমাদের বিপদ।প্লিজ ফিরে আসুন।আপনাদের মিস করছি।
উত্তরমুছুন