মিসিং স্ক্রোলের ইংরাজি সংস্করণের প্রচ্ছদ |
আজ পড়ুন সম্পূর্ণ পর্ব।
মিসিং স্ক্রোলের বাংলা সংস্করণের প্রচ্ছদ |
আসুন দেখে নেই নতুন লেখক দ্বয়ের তালিকা -
নতুন জুটির করা কমিক অ্যালবামের তালিকা। গত দু-সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে পড়ার পড় আপনারা আজ পড়বেন অ্যাসটেরিক্স ও হারানো পাণ্ডুলিপি সম্পূর্ণ পর্ব। |
অ্যাসটেরিক্স,অবেলিক্সের সঙ্গে ইউদেরজো আর নতুন স্রষ্টাদ্বয়। |
নামঃ- অ্যাসটেরিক্স এন্ড দ্য মিসিং স্ক্রোল
লেখকঃ-ইভ্যেস ফের্রী
চিত্রশিল্পীঃ-দিদিয়ার কনর্যাড
প্রকাশকঃ-অরিওন বুকস্
প্রকাশকালঃ-২০১৫
টাইপঃ-কমিক অ্যালব্যাম
* সমস্ত তথ্যসূত্র উইকিপিডিয়া ও ইন্টারনেট থেকে সংগ্রহীত।
আজ পড়ুন অ্যাসটেরিক্স ও হারানো পাণ্ডুলিপি এর সম্পূর্ণ পর্ব শুধু মাত্র চিত্রচোর ব্লগে। আগের দুটি পর্ব মিলিয়ে এই পর্বে পূর্ণাঙ্গ কমিক অ্যালবামটি একত্রে নিচের লিঙ্কে,এটি ডাউনলোড করলে আপনার আগের দুটি পর্ব ডাউনলোড না করলেও চলবে।আপনাদের সুবিধার জন্য হাই কোয়ালিটি ও মোবাইল সংস্করণ দুটোই শেয়ার করা হল ।
বিদ্রঃ এই কমিক্স অ্যালবামটি সব বয়সের পাঠকদের পড়ার উপযোগী।তাই নির্দ্বিধায় পড়ুন ও পড়ান। আর অনুবাদ কেমন হচ্ছে জানাতে ভুলবেন না যেন।
ডাউনলােড করুন(হাই কোয়ালিটি)
ডাউনলোড করুন (মোবাইল সংস্করণ)
এবার শারদীয়ার শুভারম্ভে শেষ বেতাল আসছে । পড়তে চোখ রাখুন এই ব্লগে ।
বাংলায় অনুবাদ ও প্রচ্ছদপট রূপায়নঃ রূপক ঘোষ।
শেষ বেতাল !! লোভ বেড়ে যাচ্ছে। 😊 চিত্রচোরের জয় হোক।
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ কমিক্সটির জন্য । কদিন আগে ১ম পর্ব নামিয়ে রেখে দিছিলাম । পড়া হয়নি তবে এইবার আমাকে আর থামায় কে :D :D :D ......।।
উত্তরমুছুনঅবানিজ্যিকভাবে অ্যাসটেরিক্স অনুবাদের কাজ হয়ে চলেছে যা সব প্রশংসার উর্দ্ধে।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ। সাথে থাকুন। ভবিষ্যতে আরো নতুন কিছু আসবে...
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ। সাথে থাকুন। ভবিষ্যতে আরো নতুন কিছু আসবে...
উত্তরমুছুনঅনেক অনেক অনেক ধন্যবাদ। ভেবেছিলাম অ্যাসটেরিক্স শেষ হয়ে গেছে , নতুন অ্যাসটেরিক্স পেয়ে যে কি ভালো লাগছে ভাষায় প্রকাশ করতে পারছিনা।
উত্তরমুছুনosadharon hoyeche. chalia jaan dada.jodi kono notun english comics download korte chan onubad er jonno tobe mycomicpost.net e dekhte paren
উত্তরমুছুনআপনার অনুবাদ আসলেই অনেক সুন্দর হয়েছে , আপনার প্রথম অনুবাদ পড়লাম । এবার বাকি তিনটা কমিক্সও পড়ে ফেলব । বেতালের অপেক্ষায় রইলাম ...............
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ। স্বাগত জানাই।পাশে থাকুন। আরো আসবে।
উত্তরমুছুনThank you for the great work. Waiting for more!! Love the Phantom Digests. If possible please upload.
উত্তরমুছুনWaaaooo great .. now we can get comics so easy... easy to download .... can you upload the spider man volumes of marve ... btw great da (y)
উত্তরমুছুনAsterxer natun comics peye khub bhalo laglo. sei jayanno onek dhyannabad. Apnar information deoa mote saon dutta, mainak nath, debjyoti bhatacharya je asterixer comics gulo anubad korechen, segulo
উত্তরমুছুনki net e upload kora hoeche. jodi hoye thake, tahole kon sit e gele sei comics gulo paoa jabe
jodi janan, tahole khub bhalo hoi.
ওয়াও!!! দারুণ কাজ করেছেন। এমন জিনিস আরো চাই। সাথে আছি... চালিয়ে যান।
উত্তরমুছুনOnubadniye kono kotha hobena.
উত্তরমুছুনJust fatafati!!
Kichu kichu sobdo jmon tuter dibbi, diploma,fokkure chora etyadi, ei comics k aro aro somridhyo koreche,,
Aro asterix onubad chy
অনেক ভালো কাজ করেছেন।তাই বই গুলো বাংলাতে পড়ে আনন্দ পাচ্ছি। অনেক ধন্যবাদ।
উত্তরমুছুনকমিক্স আমায় টানে।আর সেটা যদি আসটেরিক্স সিরিজ হয় তাহলে আমায় রোখা মুস্কিল। তাদের নিয়ে যত মুভি,কার্টুন,এনিমেশন,বই বের হয়েছে সবই পড়েছি।ধন্যবাদ চিত্রচোর কমিক্স গুলো নিয়ে কাজ করার জন্য।
উত্তরমুছুন