অনুমতিপত্র
এই ব্লগটি বানানোর মূল উদ্দেশ্য হলো বিদেশি কমিক্সের অনুবাদগুলোকে আর্কাইভ করে রাখার জন্য সৃষ্টি করা। এটি একটি অলাভজনক প্রয়াস, এর মাধ্যমে বাণিজ্য করার কোনোরূপ উদ্দেশ্য নেই। সুতরাং এই ব্লগ থেকে যেকোনো কিছু ডাউনলোড করলে আপনাকে স্বাভাবিকভাবেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে, আপনি এই ফাইলগুলো কোনোরূপ বাণিজ্যিক মুনাফার জন্য, (যেমন প্রিন্ট বা চিত্ররূপের যেকোনো অংশ) ব্যবহার করবেন না। তবে এক্ষেত্রে আরও একটি কথা বলা বাঞ্ছনীয় যে, এখানে প্রদর্শিত কমিক্সের নামের বা লোগোর ক্যালিগ্রাফি রূপান্তর সম্পূর্ণভাবে ব্লগারের সৃজনশীলতা এবং এই লোগো বা চিত্ররূপ অন্য যেকোনো সাইটে শেয়ার করার ক্ষেত্রে ব্লগারের অনুমতি নেওয়া আবশ্যক।
আর এই কমিক্সগুলো পড়ে ভালো লাগলে আসল সংস্করণ কিনুন যেকোনো বুকস্টোর বা অনলাইন শপিং-এর মাধ্যমে। মনে রাখবেন, আসল কমিক্স পড়ার মজাই আলাদা! তাই কমিক্স কিনুন, কমিক্স পড়ুন আর বাংলার তথা বিদেশের কমিক্স শিল্পকে এগিয়ে যেতে সাহায্য করুন।
চিত্রচোরের যাত্রা শুভ হোক, এই কামনা করি।
উত্তরমুছুনDaya kore bone er 3 no. episode er link ta thik kore dile boroi anondito hobo.
উত্তরমুছুনঅসাধারণ প্রচেষ্টা সার্থকতা পাক এমন আশা করবো
উত্তরমুছুনBest Wishes.
উত্তরমুছুন