
এসে গেল কিলিং জোক-এর দ্বিতীয় পর্ব!
১৯৮৮ সালে ডিসি কমিক্স থেকে প্রকাশিত হয় দ্য কিলিং জোক। এটি একটি ওয়ান-শট গ্রাফিক নভেল। অ্যালান মুর জোকারকে যেভাবে দেখিয়েছেন, তা আগে কখনো দেখা যায়নি, আর সেই সঙ্গে রায়ান বোলান্ড-এর পাগল করা ইলাস্ট্রেশন, এক কথায় অসাধারণ। জোকারের জোকার হওয়ার সূত্রপাত আছে এই গল্পে।...