রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০১৬

Post #0১৩ অ্যাসটেরিক্সের সেই হারানো পাণ্ডুলিপির গল্প #০২


মিসিং স্ক্রোলের বাংলা সংস্করণের প্রচ্ছদ
মিসিং স্ক্রোলের বাংলা সংস্করণের পৃষ্ঠ প্রচ্ছদ

তাদের কথামতো অ্যাসটেরিক্স ও ওবেলিক্স ফিরেছিল,গত সপ্তাহ তেই ।এখন সামনের সামনের সপ্তাহ পর্যন্ত ওনারা আমাদের সঙ্গেই থাকবেন।
গত সপ্তাহে আপনারা পড়েছিলেন  অ্যাসটেরিক্স ও হারানো পাণ্ডুলিপির এর প্রথম পর্ব ।  অ্যাসটেরিক্সের এই ৩৬ তম অ্যালবামের গল্প লিখেছেন ইভ্যেস ফের্‌রী ও ছবি এঁকেছেন দিদিয়ার কনর‍্যাড



আজ পড়ুন অ্যাসটেরিক্স ও হারানো পাণ্ডুলিপির এর দ্বিতীয় পর্ব শুধু মাত্র চিত্রচোর ব্লগে-


বিদ্রঃ এই কমিক্স অ্যালবামটি সব বয়সের পাঠকদের পড়ার উপযোগী।তাই নির্দ্বিধায় পড়ুন ও পড়ান। আর অনুবাদ কেমন হচ্ছে জানাতে ভুলবেন না যেন।




আগামী সপ্তাহে অ্যাসটেরিক্স ও হারানো পাণ্ডুলিপির এর অন্তিম পর্ব পড়তে চোখ রাখুন শুধুমাত্র চিত্রচোর ব্লগে...




বাংলায় অনুবাদ ও প্রচ্ছদপট রূপায়নঃ রূপক ঘোষ।


২টি মন্তব্য: