মিসিং স্ক্রোলের বাংলা সংস্করণের প্রচ্ছদ |
|
গত সপ্তাহে আপনারা পড়েছিলেন অ্যাসটেরিক্স ও হারানো পাণ্ডুলিপির এর প্রথম পর্ব । অ্যাসটেরিক্সের এই ৩৬ তম অ্যালবামের গল্প লিখেছেন ইভ্যেস ফের্রী ও ছবি এঁকেছেন দিদিয়ার কনর্যাড।
আজ পড়ুন অ্যাসটেরিক্স ও হারানো পাণ্ডুলিপির এর দ্বিতীয় পর্ব শুধু মাত্র চিত্রচোর ব্লগে-
বিদ্রঃ এই কমিক্স অ্যালবামটি সব বয়সের পাঠকদের পড়ার উপযোগী।তাই নির্দ্বিধায় পড়ুন ও পড়ান। আর অনুবাদ কেমন হচ্ছে জানাতে ভুলবেন না যেন।
আগামী সপ্তাহে অ্যাসটেরিক্স ও হারানো পাণ্ডুলিপির এর অন্তিম পর্ব পড়তে চোখ রাখুন শুধুমাত্র চিত্রচোর ব্লগে...
বাংলায় অনুবাদ ও প্রচ্ছদপট রূপায়নঃ রূপক ঘোষ।
আহা অ্যাসটেরিক্স ও ওবেলিক্স আবার মুম্বাই হয়ে কলকাতায় রুপকের হাত ধরে। 😊
উত্তরমুছুনThanks Rupak..daun dichhe
উত্তরমুছুন