রবিবার, অক্টোবর ১৬, ২০১৬

Post #0২০ বেতাল ফিরেছেন চিত্রচোরে...শেষ বেতাল # ০৬

বেতাল ফিরেছেন...


সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই।



অ্যালেক্স রসের করা #০৬ ইস্যুর মূল প্রচ্ছদ
বেতালের অভাব পুরণ করতে আমরা নিয়ে এসেছি ডায়নামাইট এন্টারটেনমেন্টের তরফ থেকে ২০১০ -২০১২ সালে "দ্য লাস্ট ফ্যান্টমের" বঙ্গানুবাদ "শেষ বেতাল"। বেতাল নামকরণ করার কারন আমার ব্যাক্তিগত মতে অরন্যদেবের তুলনায় বেতাল নামটাই বরং বেশী রোমহর্ষক লাগে,তাছাড়া ইন্দ্রজাল কমিকস আমার অবসেশান বলতে পারেন (এটা পড়া ও সংগ্রহ করা আমার অন্যতম পছন্দের বিষয়), সেইজন্য সেই নস্টালজিয়া ফিরিয়ে আনতে ইন্দ্রজালের প্রতি শ্রদ্ধা অবিচল রেখে চিত্রচোরের বিন্ম্র নিবেদনঃ শেষ বেতাল।

শেষ বেতালের গল্প লিখেছেন স্কট বেটী। ছবি এঁকেছেন এডুয়ারর্ডো ফেরিগাটো ও রঙে রাঙিয়েছেন ভিনিসিয়াস আন্দ্রাদে। আর প্রত্যেকটি ইস্যুর মূল প্রচ্ছদ করেছেন বিশ্ববরেণ্য কমিকস শিল্পী অ্যালেক্স রস

#০৬ ইস্যুর মূল প্রচ্ছদের বাংলা সংস্করণ





এই সিরিজে মোট ১২ টি ইস্যু আছে।আর আছে একটি বার্ষিক ইস্যু।প্রতিটি ইস্যু একেকটি অধ্যায়ে বিভক্ত করা আছে। গল্পটা এতোটা চমকপ্রদ ও রোমহর্ষক যে চিত্রচোরের প্রথা ভঙ্গ করে একেকটি কমিক্সের ধারাবাহিক পর্বে ভাগ না করে অখন্ড একেকটি ইস্যু শেয়ার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা প্রতি পোস্টে একটা সম্পূর্ণ অধ্যায় পড়তে পারবেন।



গত পর্বে আপনারা পড়েছিলেন শেষ বেতালের পঞ্চম অধ্যায়।





**এই ষষ্ঠ অধ্যায়েই শেষ হয়ে যাচ্ছে শেষ বেতালের প্রথম খন্ড।

এবার দেখে নেই এই সংখ্যার দুটি অতিরিক্ত ভ্যরিয়েন্ট কভারঃ-

ফ্যাবিনো নেভেসের করা #০৬ ইস্যুর প্রচ্ছদ
জো প্রাডোর করা #০৬ ইস্যুর প্রচ্ছদ

দ্বিতীয় খন্ড (সপ্তম পর্ব থেকে দ্বাদশ পর্ব) শুরু হবে কালীপূজার শুরুতে...



আজ পড়ুন শেষ বেতাল এর ষষ্ঠ পর্ব শুধু মাত্র চিত্রচোর ব্লগে-

বিদ্রঃ এটি একটি টিন কমিকস। অর্থাৎ,টিনেজারদের বা তার চেয়ে বেশী বয়সের পাঠকদের কথা মাথায় রেখে বানানো হয়েছে।এটি অ্যাডভেঞ্চার, ক্রাইম থ্রিলার গল্প।এতে কিছুক্ষেত্রে তীব্র নৃশংসতা দেখানো হয়েছে,ও কিছুক্ষেত্রে কিছু স্বল্পবসনা চরিত্রের ক্ষেত্রে অনেকের আপত্তি আসতে পারে ।তাই বাচ্চাদের অভিভাবকের উপস্থিতিতেই পড়ানো উচিত। আর অনুবাদ কেমন হচ্ছে জানাতে ভুলবেন না যেন।




ডাউনলোড করুন



আগামী পর্বে শেষ বেতাল এর সপ্তম পর্ব পড়তে চোখ রা
খুন শুধুমাত্র চিত্রচোর ব্লগে...




বাংলায় অনুবাদ ও প্রচ্ছদপট রূপায়নঃ রূপক ঘোষ।
প্রুফ রিডিংঃ মোঃ আশিকুর রহমান।




৮টি মন্তব্য:

  1. ভাই দুর্দান্ত। চালিয়ে যাও। 😊😁

    উত্তরমুছুন
  2. ইন্দ্রদাকে চিত্রচোরে স্বাগত জানাই। আপনি আমার কাজ পড়ছেন,আপ্লুত হলাম।অনেক ধন্যবাদ।পাশে থাকুন...

    উত্তরমুছুন
  3. Khub valo hoayache re rupak...banglai onubad khub sundor hocche....r o comics pabo ai asai roylam...

    উত্তরমুছুন
  4. ধন্যবাদ ভাই। পড়েছিস জেনে ভালো লাগছে। এখনো ৭ টা পরব বাকি আছে। কালিপুজার থেকে শুরু হবে। পড়িস।

    উত্তরমুছুন
  5. Hi Rupak, Found the translations superb.. thanxs for sharing and keep up the good work..

    উত্তরমুছুন
  6. অনেক ধন্যবাদ,অভিষেক বাবু।আপনাকেও চিত্রচোরে স্বাগত জানাই।আপনার আমাদের পরিবেশন ভালো লাগছে শুনে আনন্দিত হলাম।পাশে থাকুন...

    উত্তরমুছুন