বেতাল ফিরেছেন...
সবাইকে শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই।
অ্যালেক্স রসের আঁকা লাস্ট ফ্যান্টমের #০৫ প্রচ্ছদ |
শেষ বেতালের গল্প লিখেছেন স্কট বেটী। ছবি এঁকেছেন এডুয়ারর্ডো ফেরিগাটো ও রঙে রাঙিয়েছেন ভিনিসিয়াস আন্দ্রাদে। আর প্রত্যেকটি ইস্যুর প্রচ্ছদ করেছেন বিশ্ববরেণ্য কমিকস শিল্পী অ্যালেক্স রস।
এই সিরিজে মোট ১২ টি ইস্যু আছে।আর আছে একটি বার্ষিক ইস্যু।প্রতিটি ইস্যু একেকটি অধ্যায়ে বিভক্ত করা আছে। গল্পটা এতোটা চমকপ্রদ ও রোমহর্ষক যে চিত্রচোরের প্রথা ভঙ্গ করে একেকটি কমিক্সের ধারাবাহিক পর্বে ভাগ না করে অখন্ড একেকটি ইস্যু শেয়ার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা প্রতি পোস্টে একটা সম্পূর্ণ অধ্যায় পড়তে পারবেন।
লাস্ট ফ্যান্টমের #০৫ বঙ্গানুবাদের প্রচ্চদ |
বিদ্রঃ এটি একটি টিন কমিকস। অর্থাৎ,টিনেজারদের বা তার চেয়ে বেশী বয়সের পাঠকদের কথা মাথায় রেখে বানানো হয়েছে।এটি অ্যাডভেঞ্চার, ক্রাইম থ্রিলার গল্প।এতে কিছুক্ষেত্রে তীব্র নৃশংসতা দেখানো হয়েছে,ও কিছুক্ষেত্রে কিছু স্বল্পবসনা চরিত্রের ক্ষেত্রে অনেকের আপত্তি আসতে পারে ।তাই বাচ্চাদের অভিভাবকের উপস্থিতিতেই পড়ানো উচিত। আর অনুবাদ কেমন হচ্ছে জানাতে ভুলবেন না যেন।
ডাউনলোড করুন
আগামী পর্বে শেষ বেতাল এর ষষ্ঠ পর্ব পড়তে চোখ রা
আগামী পর্বে শেষ বেতাল এর ষষ্ঠ পর্ব পড়তে চোখ রা
খুন শুধুমাত্র চিত্রচোর ব্লগে...
বাংলায় অনুবাদ ও প্রচ্ছদপট রূপায়নঃ রূপক ঘোষ।
প্রুফ রিডিংঃ মোঃ আশিকুর রহমান।
jio kake, onubad ager theke onek beter hochchhe.....
উত্তরমুছুনরূপকদা, আপনি এত ভালো কেন??
উত্তরমুছুনSobi Bhogobaner Asirbaad... :p
মুছুন