রবিবার, জুলাই ৩১, ২০১৬

Post #009 ...পাপের শহর # ০৩

এ এক অন্য শহর...এটা প্রকৃতপক্ষেই পাপের শহর - সিন সিটি... 


সিন সিটি ২ চলচ্চিত্রের পোস্টার
এসে গেছি ফ্রাঙ্ক মিলারের সিন সিটির বাংলা অনুবাদ পাপের শহর তৃতীয় পর্ব নিয়ে।এবার দেখে নেওয়া যাক আমাদের এই কাহিনীর নায়কের কিছু তথ্য।


চরিত্রের টুকিটাকি-

মার্ভঃ--   হার্ড গুডবাই গল্পের প্রধান একটি চরিত্র হচ্ছে মার্ভ।তার চরিত্রের অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য সিন সিটিতে সবচেয়ে সহজেই চিনে নেওয়ার তালিকায় তার স্থান দ্বিতীয়  । প্রথম অবশ্যই ন্যান্সি।

মিকি রোর্ক সিনেমাতে মার্ভ এর চরিত্রে অভিনয় করেন।

মার্ভ এর শরীরে আছে অস্বাভাবিক মাত্রায় গায়ের জোর ও সহ্য ক্ষমতা।সে একসাথে একাধিক গুলির আক্রমণ থেকে বেঁচেছে,চলন্ত গাড়ীর ধাক্কায় তার কিছুই হয়নি, তাকে খালি হাতে দরজা, জানালা ভাঙতে এমনকি শত্রুর মাথার খুলি নিজের খালি হাতে গুঁড়িয়ে দিয়েছে।

ওয়ালেসের মতো মার্ভ ও মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে।


সিন সিটির বঙ্গানুবাদ সংখ্যার প্রচ্ছদ
আজ এ পর্যন্তই থাক আগামী পর্বে এ নিয়ে আরও কিছু আলোচনা করা যাবে।

এবার আগের পর্বে আমরা যা পড়েছি তার সার-সংক্ষেপ পড়ে নেবঃ-

সারসংক্ষেপঃ- গল্পের শুরুতে মার্ভ গোল্ডী নামে একটা মেয়ের সঙ্গে এক রাত্রিবাস করে। মার্ভ এর জীবনের সেরা রাত উপহার দিয়েছিল গোল্ডী।দুজনেই প্রচণ্ড মদ্যপ অবস্থায় ছিল।ঘন্টা তিনেক বাদে মার্ভ ঘুম থেকে উঠে দেখে পাশে পড়ে আছে গোল্ডীর নিথর মৃতদেহ।গায়ে কোনও আচড় নেই কেউ নিঃশব্দে ঘরে ঢুকে তাকে খুন করে,মার্ভকে ফাঁসানোর জন্য।বাইরে পুলিশের গাড়ীর আওয়াজ পাওয়া যায়।সবাই আবার মার্ভ এর পেছনে পড়েছে।এবার শুরু হয় মার্ভ এর খেলা।কিছু পুলিশকে উত্তম মধ্যম দেওয়ার পরে সে একটা পুলিশের গাড়ী নিয়ে নদীর জলে লাফ দেয়।

সেখান থেকে সাঁতার কেটে সে জল নিষ্কাশন পাইপের মধ্যে দিয়ে তার বন্ধু ও প্যারোল অফিসার লুসেলের কাছে পৌঁছায়,সেখানে সে তার অসুখের (পোস্ট ট্রোমাটিক ডিসঅর্ডার) বড়ি পায়।এবার সে তার বাড়িতে কিছুসময় গা ঢাকা দেয়।তার মায়ের সাথে কিছুসময় কাটায়,আর তার নতুন কাজের কথা জানায়।এরপর সে যায় কেডীর পাবে,গোল্ডীর খুনীর সন্ধানে।সেখানে সে উইভিল নামের এক ভাড়াটে গুন্ডাকে ঘুষ খাওয়ায় যাতে সে তার মদ্যপান করে পাবে বাওয়াল করার ভুয়ো খবর চতুর্দিকে রটিয়ে দেয় সেই উদ্দেশ্যে।এরপর স্টেজে ন্যান্সির আগমন ঘটে,কিছুক্ষন উদ্দাম নৃত্য চলে,এই সুযোগে মার্ভ এক গুপ্তঘাতকের পাল্লায় পড়ে। সে বন্দুক দেখিয়ে মার্ভকে পাবের বাইরে নিয়ে আসে।এবার মার্ভ খেলা শুরু করে ওদের মেরে মাটিয়ে শুইয়ে দেওয়ার আগে মার্ভ জেনে নেয় ট্রিপিল এস ক্লাবের মালিক এর সঙ্গে যুক্ত।এবার মার্ভকে তার সন্ধানে বের হতে হবে।এরই মধ্যে মার্ভ যেন হঠাৎটি আবার গোল্ডীর দেখা পায়,মার্ভ বুঝতে পারে যে,তার আবার ভ্রম হচ্ছে, আবার বিভ্রান্ত হয়ে যাচ্ছে সে।এর মধ্যেই ভোর হয়ে আসে...

আজ আপনার সামনে উপস্থাপন করতে চলেছি পাপের শহরঃ কঠিন বিদায় তৃতীয় পর্ব।

* সমস্ত তথ্যসূত্র উইকিপিডিয়া ও ইন্টারনেট থেকে সংগ্রহীত।

বিদ্রঃ এটি একটি অ্যাডাল্ট কমিক্সএরকম মাপের একটি সাইকোলজিক্যাল,এরটিক,ক্রাইম থ্রিলার গল্পের গভীরতা বোঝার জন্য পুরোপুরি পরিণত মস্তিষ্কের পাঠকের প্রয়োজন।এতে বেশিরভাগ উপাদান বড়োদের জন্যই সৃষ্ট।গল্পটির সাইকোলজি বাচ্চাদের (বড়দের তো অবশ্যই) মনে গভীরভাবে রেখাপাত করতে বাধ্য,এছাড়াও এতে অতিরিক্ত মাত্রায় নগ্নতা,অশ্লীল গালাগাল ও তীব্র নৃশংসতা দেখানো হয়েছে।কঠোরভাবে প্রাপ্তবয়স্ক দের জন্য তাই ১৮ বছরের কম বয়স্ক পাঠকদের এটি পড়তে নিষেধ করা হল।



 আজ পড়ুন পাপের শহর এর চতুর্থ পর্ব শুধু মাত্র চিত্রচোর ব্লগে। 
অনুবাদ কেমন হচ্ছে জানাতে ভুলবেন না যেন।





আগামি পর্বে পড়ুন এই রোমহর্ষক গ্রাফিক অ্যালবামের চতুর্থ পর্ব,শুধুমাত্র চিত্রচোর ব্লগে...




বাংলায় অনুবাদ ও প্রচ্ছদপট রূপায়নঃ রূপক ঘোষ।




২টি মন্তব্য: