বেতাল আছেন...
|
এটিও ছয়টি সংখ্যায় বিভক্ত।আজ পড়বেন একাদশ সংখ্যা।
অফিসের কাজের চাপ থাকার কারনে এতো বিলম্ব হয়ে গেল।আজ দশম সংখ্যা ছাড়তে পেরে বেশ স্বস্তি পেলাম, তবে যতক্ষণ না শেষ বেতাল শেষ হচ্ছে ততক্ষন নিশ্চিন্ত হতে পারছি না।যাইহোক পড়তে থাকুন।
বেতালের অভাব পুরণ করতে আমরা নিয়ে এসেছি ডায়নামাইট এন্টারটেনমেন্টের তরফ থেকে ২০১০ -২০১২ সালে "দ্য লাস্ট ফ্যান্টমের" বঙ্গানুবাদ "শেষ বেতাল"। বেতাল নামকরণ করার কারন আমার ব্যাক্তিগত মতে অরন্যদেবের তুলনায় বেতাল নামটাই বরং বেশী রোমহর্ষক লাগে,তাছাড়া ইন্দ্রজাল কমিকস আমার অবসেশান বলতে পারেন (এটা পড়া ও সংগ্রহ করা আমার অন্যতম পছন্দের বিষয়), সেইজন্য সেই নস্টালজিয়া ফিরিয়ে আনতে ইন্দ্রজালের প্রতি শ্রদ্ধা অবিচল রেখে চিত্রচোরের বিন্ম্র নিবেদনঃ শেষ বেতাল।
|
এই সিরিজে মোট ১২ টি ইস্যু আছে।আর আছে একটি বার্ষিক ইস্যু।প্রতিটি ইস্যু একেকটি অধ্যায়ে বিভক্ত করা আছে। গল্পটা এতোটা চমকপ্রদ ও রোমহর্ষক যে চিত্রচোরের প্রথা ভঙ্গ করে একেকটি কমিক্সের ধারাবাহিক পর্বে ভাগ না করে অখন্ড একেকটি ইস্যু শেয়ার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা প্রতি পোস্টে একটা সম্পূর্ণ অধ্যায় পড়তে পারবেন।
গত পর্বে আপনারা পড়েছিলেন শেষ বেতালের দশম অধ্যায়।
**সপ্তম অধ্যায়ে শুরু হচ্ছে শেষ বেতালের দ্বিতীয় খন্ড।
এবার দেখে নেই এই সংখ্যার দুটি অতিরিক্ত ভ্যরিয়েন্ট কভারঃ-
|
জোনাথন লাউয়ের করা #১১ ইস্যুর প্রচ্ছদ |
আজ পড়ুন শেষ বেতাল এর একাদশ পর্ব শুধু মাত্র চিত্রচোর ব্লগে-
বিদ্রঃ এটি একটি টিন কমিকস। অর্থাৎ,টিনেজারদের বা তার চেয়ে বেশী বয়সের পাঠকদের কথা মাথায় রেখে বানানো হয়েছে।এটি অ্যাডভেঞ্চার, ক্রাইম থ্রিলার গল্প।এতে কিছুক্ষেত্রে তীব্র নৃশংসতা দেখানো হয়েছে,ও কিছুক্ষেত্রে কিছু স্বল্পবসনা চরিত্রের ক্ষেত্রে অনেকের আপত্তি আসতে পারে ।তাই বাচ্চাদের অভিভাবকের উপস্থিতিতেই পড়ানো উচিত। আর অনুবাদ কেমন হচ্ছে জানাতে ভুলবেন না যেন।
ডাউনলোড করুন
আগামী পর্বে শেষ বেতাল এর দ্বাদশ পর্ব পড়তে চোখ রাখুন শুধুমাত্র চিত্রচোর ব্লগে...
বাংলায় অনুবাদ ও প্রচ্ছদপট রূপায়নঃ রূপক ঘোষ।
প্রুফ রিডিংঃ মোঃ আশিকুর রহমান।
beche thak bhai.....
উত্তরমুছুনএটা অসমাপ্ত রেখে মরলে আমার আত্মা বেতাল আবার হয়ে ফিরবে...
মুছুনosadharon hocche...go long.
উত্তরমুছুনexcellent.
উত্তরমুছুনরূপক, তোমার অনুবাদিত কঙ্গো পড়লাম Comics & Graphics e, বেশ ভালো লাগলো। তুমি এরপর Djinn comics টা অনুবাদ করার জন্য ভেবে দেখতে পার। 🤓
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ দাদা।কমিক্সটি পড়া,আর ভবিষ্যতে করার ইচ্ছা আছে।তবে এ বছরে খুব ব্যাস্ত থাকার কারণে আমি কতদূর কি করে উঠতে পারবো জানা নেই।আগামী দিনে হয়তো আপনাদের মতো পাঠকদেরই এগিয়ে আসতে হবে এই ব্লগকে সমৃদ্ধ করার জন্য...
মুছুনchumu bhai....
উত্তরমুছুন